ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড

২২ মার্চ ২০২১

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে টেস্ট ও টি-২০ সিরিজে হারের পর গতকাল রবিবার ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
পুনেতে মঙ্গলবার (২৩ মার্চ) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ।
কনুইয়ের চোটের কারণে দলে জায়গা হয়নি অলরাউন্ডার আর্চারের। চোট পাওয়ার কারণে দেশে ফিরে গেছেন তিনি।
শুধু ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ নয়, ৯ এপ্রিল থেকে শুরু হতে চলা চতুর্দশ আইপিএলের শুরুর দিকে ইংল্যান্ড অলরাউন্ডার আর্চার খেলতে পারবেন না বলে ইসিবি'র তরফে জানানো হয়েছে।
ইসিবি'র তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়, ইসিবির মেডিকেল টিম প্লেয়ারদের অ্যাসেস করেছে। ট্রিটমেন্ট প্ল্যান ও প্লে-সিডিউলের কথা জানিয়েছে।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড:
ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জেস বাটলার, স্যাম কারেন, টম কারেন, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রেসি টোপলে ও মার্ক উড।


মন্তব্য
জেলার খবর