শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারার পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে বুধবার মাঠে নামে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষের অনেক আগেই সহজে জয় পায় টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে লঙ্কানরা। বাংলাদেশের সামনে জয়ের টার্গেট দেয় ২৫৬ রানের। লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। তবে শান্ত এবং মুশফিক ৩২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নিয়ে যায় তাদের তরী। ম্যাচের চুড়ান্ত ফলে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ।
ব্যক্তিগত হিসেবে শান্ত ১২৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১২২ রান করেন, অপরাজিত ছিলেন তিনি। অভিজ্ঞ মুশকির ৯১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮২ রানে নট আউট ছিলেন।
আগে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৫৫ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন লিয়ানাগ। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করে তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
বিডি২৪অনলাইন/এস/এমকে