রমজান ঘিরে অপরিপক্ক তরমুজে সয়লাব আটঘরিয়ার বাজার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
১৪ মার্চ ২০২৪

 

রমজানে  রসালো ও সুস্বাদু  ফল হিসেবে তরমজুরে আলাদা চাহিদা থাকে। তাই মৌসুম শুরুর আগেই পাবনার আটঘরিয়ার বাজারে বিক্রি হচ্ছে তরমুজ। ভরা মৌমুমের তুলনায় দামও চড়া। চড়া দাম দিয়ে কেনারও পরও প্রতারিত হচ্ছেন ভোক্তারা। কারণ বেশিরভাগ তরমুজ অপরিপক্ক।

জানা গেছে, বেশি লাভের আশায় এক শ্রেণীর তরমুজ চাষিরা তাদের জমি থেকে অপরিপক্ক তরমুজ তুলছেন। পরে সেগুলো পাইকারী দরে বিক্রি করে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের কাছে। ব্যবসায়ীরা সেই তরমুজ চড়া দামে বিক্রি করছেন ভোক্তাদের কাছে। অপরিপক্ক তরমুজ বাজারজাত হলেও এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট কোনো দফতরের যেন মাথাব্যাথা নেই। ফলে প্রতারিত হচ্ছেন ভোক্তারা।

আটঘরিয়া উপজেলার আটঘরিয়া বাজার, একদন্ত বাজার, খিদিরপুর বাজার, পারখিদিরপুর বাজারে দেখা যায়- অন্যান্য ফলের সাথে তরমুজও বিক্রি হচ্ছে। তরমুজের কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা করে। এসব তরমুজ কাটার পর অধিকাংশই সাদা বের হচ্ছে।

বিক্রেতারা জানান, আড়তে তরমুজের দাম বেশি। তাই খুচরা দামও বেশি। একেকটি তরমুজের ওজন থেকে কেজি পর্যন্ত হয়। আরো ১৫ দিন পরে পরিপক্ক তরমুজ মিলবে বলে জানান বিক্রেতারা।

 

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর