সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের খোলপেটুয়া নদী এলাকায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে রয়েছে। দূর্যোগ আর প্লাবনের শঙ্কায় রাত জেগে পার করছেন তারা।
স্থানীয়রা জানান, গত ১২ মার্চ বিকালে ভাটার সময় প্রতাপনগর ইউনিয়নের হরিশ খালি পাঞ্জেগানা মসজিদের পূর্ব পাশে পানি উন্নয়ন বোর্ডের ১৫০ মিটার দৈর্ঘ্যের এ বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ভাঙ ভাঙতে মূল বেড়িবাঁধের এক তৃতীয়াংশ নদী গর্ভে চলে যায়।
এদি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশিকুর রহমান। অতি দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি ।
এর আগে ২০২০ সালের ৫ই মে ঘূর্ণিঝড় আম্পানে এ ইউনিয়নের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় । বেড়িবাঁধ ভেঙে এ এলাকার মানুষ প্রায় দুই বছর পানি বন্দি ছিলেন । আম্পানের সেই ধাক্কা সামলে এখনো এ এলাকার মানুষ ঘুরে দাঁড়াতে পারিনি। এ অবস্থায় নতুন করে বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। পাশাপাশি মৎস্য চাষ, গবাদিপশু, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ মন্দিরসহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করছেন ইউনিয়নবাসী।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের ভাঙনের বিষয়টি জানানো হয়েছে। ভাঙন রোধে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.আশিকুর রহমান জানান, জোয়ারে খোলপেটুয়া নদীর পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। যে কারণে এখানে ভেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে