মন্তব্য
সন্তান প্রসবের পর অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য রাজিয়া সুলতানার (২০) মারা গেছেন। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোররাত ৩ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। ১৩ই মার্চ রাত ১০টার দিকে একটি পুত্র সন্তান প্রসব করেন তিনি। পরে রাত তিনটার দিকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে তার। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে