আঞ্চলিক টুর্নামেন্টের মধ্যে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকার পর্দা উঠছে আগামী ২০ জুন। এবারের আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। চার গ্রুপে ১৬ দল অংশ নিচ্ছে এবারের আসরে। প্রতিটি গ্রুপে আছে চারটি করে দল। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা আর ‘ডি’ গ্রুপে রয়েছে ব্রাজিল।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল। তবে সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিল।
গ্রুপপর্বে মেসিরা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং চিলিকে। আর গ্রুপ ‘ডি’তে কলম্বিয়া এবং প্যারাগুয়েকে মোকাবিলা করতে হবে ভিনিসিয়ুস জুনিয়রদের।
এদিকে আর্জেন্টিনা ও ব্রাজিল যে গ্রুপে পড়েছে, সেই দুই গ্রুপে দুটি দল এখনো ঠিক হয়নি। এ আসের এখন পর্যন্ত ১৪টি দল চূড়ান্ত হয়েছে। আগামী ২১ জুন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আর ২৫ জুন ব্রাজিলের প্রথম ম্যাচ হবে। গ্রুপে এখনো বাছাই না হওয়া, অর্থাৎ গ্রুপ পর্বে যোগ্যতা অর্জনকারী আলাদা দলের সঙ্গে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল।
গ্রুপ ‘এ’— আর্জেন্টিনা, পেরু, চিলি ও যোগ্যতা অর্জনকারী দল। গ্রুপ ‘বি’— মেক্সিকো, ইকুয়েডর ও ভেনেজুয়েলা, জামাইকা। গ্রুপ ‘সি’— আমেরিকা, উরুগুয়ে, পানাম ও বলিভিয়া এবং গ্রুপ ‘ডি’— ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে ও যোগ্যতা অর্জনকারী দল।
প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে কোয়ার্টার ফাইনাল খেলবে। তারপরে সেখান থেকে একটি করে দলে সেমিফাইনাল খেলবে। অবশেষ ফাইনালের মধ্যদিয়ে পাওয়া যাবে এবারের কোপার চ্যাম্পিয়নকে।
বিডি২৪অনলাইন/এস/এমকে