খাগড়াছড়ির গুইমারা উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয় । র্যালিটি উপজেলার সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। উপজেলা নিবার্হী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, ভাইস চেয়ারম্যান কংজরী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা এবং গুইমারা থানার উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব শীল প্রমুখ।
বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহবান জানান। এ এম ফাহাদ
বিডি২৪অনলাইন/ এ এম ফাহাদ/সি/এমকে