করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে আরও বিনিয়োগ করবে জাপান। রোববার (২১ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বাংলাদেশে জাপানের সহায়তায় বাস্তবায়ধীন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূত বলেছেন অতিমারির মধ্যেও মাতারবাড়ি প্রকল্প এগিয়ে চলেছে। মাতারবাড়ি বাংলাদেশের ‘ইন্ডাস্ট্রিয়াল হাব’হবে এবং এটি হবে ‘গেইম চেঞ্জার’। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানকে দেওয়া জায়গা আগামী বছর প্রস্তুত হবে।এর পাশাপাশি চট্টগ্রামের মিরসরাইয়ে হবে জাপানের জন্য দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক অঞ্চল। এই সময় বাংলাদেশের অর্থনীতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাক্ষাৎকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার পাঠানো বার্তা এবং ১৯৭৩ সালে জাতির পিতার জাপান সফরের ওপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন নাওকি ইতো । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডকুমেন্টারির জন্য জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে ধন্যবাদ জানান।
এমকে