ওয়ানডে ক্রিকেটে তাসকিনের একশ’ উইকেট শিকার

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১শ’ উইকেট শিকার করেছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এ গৌরব অর্জন করেন তিনি।  ক্যারিয়ারের ৭২তম ম্যাচে ৭০তম ইনিংসে একশ’ উইকেট শিকার করলেন ডান-হাতি পেসার।

সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রান দিয়ে উইকেট শিকার করেন তাসকিন। এদিন শততম উইকেট শিকার থেকে মাত্র দুই উইকেট দুরে ছিলেন এ পেসার।  পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেভে দ্বিতীয় ম্যাচে চাহিদা পুরণ করলে তাসকিন।

তাসকিনের আগে বাংলাদেশের সাত বোলার একশ’ উইকেট শিকার করেন ওয়ানডে ম্যাচে। এর মধ্যে সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মর্তুজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মোস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) এবং মেহেদি হাসান মিরাজ (১০৩) রয়েছেন।

২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তাসকিনের। এরপর দলের পেস আক্রমনের অন্যতম ভরসা হয়ে ওঠেন এ ক্রিকেটার। ক্যারিয়ারে এখন পর্যন্ত চারবার উইকেট দুবার উইকেট শিকার করেছেন তাসকিন।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর