৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছেন ছাত্রলীগ সভাপতি

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ মার্চ ২০২৪

রমজানকে ঘিরে প্রতিকেজি ৮০০ থেকে ৮৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা। ফলে গরুর মাংস নিম্নবৃত্ত ও দরিদ্রের হাতের নাগালের বাইরে চলে গেছে। এ অবস্থায় প্রতি কেজি ৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল।

উপজেলা ছাত্রলীগ সভাপতির উদ্যোগে মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির ব্যবস্থাপনায় শনিবার (১৬ মার্চ)  ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হয়েছে।

ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল বলেন, রমজানকে কেন্দ্র করে বাজারের কিছু সিন্ডিকেট ব্যবসায়ী দাম বাড়িয়ে গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা বিক্রি করে আসছে। এতে মাটিরাঙ্গাবাসী তাদের কাছে জিম্মি হয়ে আছে। রমজানে গরুর মাংস খাওয়ার ইচ্ছে থাকলেও স্বল্প আয়ের মানুষের পক্ষে ক্রয় করা সম্ভব হয়ে উঠে না। তাই যারা গরীব, তাদের জন্য আমি ৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি করবো ইনশাআল্লাহ।

তিনি জানান আমার লাভের প্রয়োজন নেই।  আমি সিন্ডিকেট ব্যবসায়ীদের জোট ভেঙে দিতে চাই। সবাই যাতে সাধ্যের মধ্যে মাংস কিনতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। রুবেলের এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই।

 

বিডি২৪অনলাইন/এ এম ফাহাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর