সতর্ক থাকতে হবে বিনিয়োগকারীদের

২২ মার্চ ২০২১

বিদ্যমান করোনা পরিস্থিতিতে পুঁজিবাজারে ছড়ানো বিভিন্ন গুজব থেকে সতর্ক থাকতে ব্রোকার হাউজ কর্তৃপক্ষ এবং বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড.  শেখ সামসুদ্দিন আহমেদ এই পরামর্শ দেন। রোববার (২১ মার্চ) ডিএসই ব্রোকা‌র্স অ্যা‌সো‌সি‌য়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও ১০ শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা‌দের (সিইও) স‌ঙ্গে বৈঠক শে‌ষে এই কথা বলেন।
 
বিএসইসি কমিশনার বলেন, করোনা ইস্যুতে পুঁজিবাজারে কিছু গুজব ছড়ানো হচ্ছে। সেগুলোর কোনোটি ঠিক নয়। পুঁজিবাজার চলবে, সব কার্যক্রম চলবে; এর কোনও ব্যত্যয় হবে না। করোনা প‌রি‌স্থিতির ম‌ধ্যে ব্যাংকের লেনদেন চললে পুঁজিবাজারের লেনদেনও চলবে। এই সময় বিএসইসির নির্বাহী প‌রিচালক মোহাম্মদ রেজাউল ক‌রিম,ডি‌বিএ’র প্রেসিডেন্ট মো. শ‌রিফ আনোয়ার হো‌সেন ও বিএম‌বিএ প্রেসিডেন্ট মো. ছা‌য়েদুর রহমান উপ‌স্থিত ।

এমকে


মন্তব্য
জেলার খবর