এ বছর ঈদকে সামনে রেখে ঢাকাই সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত আছেন সংশ্লিষ্ট নির্মাতা, প্রযোজক ও পরিবেশকরা। অনেক নির্মাতাই ইতোমধ্যে ঈদ ঘিরে তাদের সিনেমা মুক্তির বিষয়ে আভাস দিয়েছেন। সম্ভাব্য মুক্তির তালিকায় ৫টি সিনেমার নাম এসেছে।
সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ঘোষণা দিয়েছেন তার ‘কাজলরেখা’ সিনেমাটি মুক্তি পাবে ঈদে। মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অবলম্বনে সিনেমায় কাজলরেখার চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। সুচ কুমারের হিসেবে দেখা যাবে শরিফুল রাজকে।
হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘রাজকুমার’ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান সিনেমায় অভিনয় করেছেন। নায়িকা চরিত্রে অভিনয় করেছন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবান, ভারত ও যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছে এ সিনেমার।
গত বছর ঈদে মুক্তি ‘জ্বীন’ সিনেমা পেয়েছিল। এ বছর সিনেমাটির সিকুয়াল ‘মোনা: জ্বীন-২’মুক্তি পেতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কামরুজ্জামান রোমান পরিচালিত এ সিনেমা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন সুপ্রভাত, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।
এদিকে রোজার ঈদে মুক্তির জন্য ‘ওমর’ সিনেমা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমায় ওমর চরিত্রে দেখা যাবে শরীফুল রাজকে। আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, আয়মান সিমলা প্রমুখ।
আরেক নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।‘ব্ল্যাক ওয়ার’ খ্যাত নির্মাতা সানী সানোয়ার নিজেই বিষয়টি জানিয়েছেন। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমামকে।
বিডি২৪অনলাইন/ই/এমকে