টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৪

আগামী মে মাসে টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাঁচ ম্যাচের এ সিরিজ খেলবে বাংলাদেশ ও  জিম্বাবুয়ে। ২৮ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল।

এদিকে এ সফরে দু’টি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশ ও  জিম্বাবুয়ের। কিন্তু  বিশ্বকাপের কারণে দু’দলের সম্মতিতে টেস্ট দুটি ২০২৫ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের সিরিজের সূচি জানানো হয়েছে।

 

সূচি অনুযায়ী, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটি এবং শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ হবে। সিরিজ শুরু হবে ৩ মে। সিরিজের বাকি ম্যাচ হবে যথাক্রমে ৫, ৭, ১০ ১২ মে।

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর