মন্তব্য
পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) শহরের করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার লাউথুতি গ্রামের মো. মোজ্জামেল হক (৪৫) ও তার স্ত্রী মোছা. রওশন আরা বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দম্পতি ঠাকুরগাঁওগামী একটি বাসে বস্তা তুলছিলেন। এ সময় প্রত্যক্ষীদর্শীদের সন্দেহ হলে পুলিশে খবর দেন তারা। পরে পুলিলে এসে বস্তার ভেতরে গাঁজা পায়। এ গাঁজার ওজন ২৭ কেজি। এ সময় ওই দম্পতিকে হাতেনাতে আটক করা হয়।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রঞ্জু আহমেদ বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে