আগুনে ইলেকট্রনিক্স দোকানের মালামাল ছাই, ক্ষতি ১০ লক্ষাধিক

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪

সর্ট সার্কিটের আগুনে ইলেকট্রনিক্সের একটি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক  প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী দোকানমালিক।

শনিবার গভীর রাতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার দলুয়া বাজারে তুলি মোবাইল এন্ড ইলেকট্রনিক্স নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

 এদিকে খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশসহ জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্থ  দোকান মালিক বাঁকাচাদ মন্ডল জানান,  রাতে দোকান বন্ধ  করে বাড়িতে চলে যান তিনি। পরে  রাত টার দিকে স্থানীয় একজন তাকে মুঠোফেনে জানায়  দোকানে আগুন লেগেছে। ওই সময়  দোকানে এসে দেখি যাবতীয় মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেহেরির সময় কিছু জেলে মাছ ধরার জন্য দলুয়া বাজার দিযে যাচ্ছিল। এসময়  ওই দোকানে আগুন জ্বলতে দেখে লোকজন ডাকাডাকি করেন।

 খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছেন তিনি। দোকান মালিকের বড় ধরনের ক্ষতি হওয়ায় দুঃখপ্রকাশ করেন তিনি।

খলিষখালী ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূতপাত ঘটেছে।

 

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর