নওগাঁ জেলা কারাগারে হাজতির মৃত্যু

আবু ইউসুফ, নওগাঁ
১৮ মার্চ ২০২৪

নওগাঁ কারাগারে সামিরুল সরদার (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।   সোমবার (১৮ মার্চ) ভোরে তার মৃত্যু হয়। সামিরুল সরদার নাটোর জেলার সিংড়া উপজেলার তেমুখ সাপুরাপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

 

নওগাঁ কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, গত ২৭ ফেব্রুয়ারি সান্তাহার রেলওয়ে থানার একটি মাদক মামলায় কারাগারে আসে সামিরুল সরদার।

সোমবার ভোরে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

জেল সুপার আরও জানান, হাজতির মৃতদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর