নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বললেন কাদের

২২ মার্চ ২০২১

আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সরকার হটানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় এই কথা বলেন। সভাটি হয় রোববার  (২১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে।সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
 
ওবায়দুল কাদের বলেন, আজকে দেশে-বিদেশে সরকার হটানোর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকব আমরা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকারে রয়েছি। কিন্তু আমরা রাজপথ ছাড়িনি।

এমকে  


মন্তব্য
জেলার খবর