সফররত শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
প্রথম টেস্টে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। এছাড়া দলে ফিরছেন লিটন কুমার দাস। প্রথম টেস্ট দলে একমাত্র নবাগত নাহিদ রানা।
ডানহাতি ফাস্ট বোলার নাহিদ রানার প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০২১ সালের নভেম্বরে। যেখানে ১৫ ম্যাচে ৬৩টি উইকেট শিকার করেছেন। রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন তিনি।
ওদিকে বাবা হওয়ার পর ছুটিতে ছিলেন ব্যাটার লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এ টেস্ট সিরিজ দিয়ে দলে ফিরেছেন তিনি।
এ সিরিজের দ্বিতীয় টেস্ট ৩০ মার্চ শুরু হবে চট্টগ্রামে। টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, লিটন দাস, মুশফিক হাসান ও নাহিদ রানা।
বিডি২৪অনলাইন/এস/এমকে