পেছনে ধাক্কা দেওয়ার পর স্কুলছাত্রের ওপর দিয়ে গেল ট্রাক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪

পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে বিন্যাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী জানান, পেছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে সাইকেলের আরোহী সড়কের ওপর পড়ে যায়, ট্রাকটি আরোহীর ওপর দিয়েই চলে যায়। দুর্ঘটনাস্থলেই ভুক্তভোগী মারা যায়। সাইকেলটি পড়ে যায় সড়কের পাশে।

১০ বয়সী ওই স্কুলছাত্রের নাম হুসাইন ওরফে হোসাইন, তার বাড়ি বিন্যাবাড়ি গ্রামেই। বাবার নাম মো. জাবেদ মোল্লা। পড়াশোনা করতো বিন্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।

এলাকাবাসী আরও জানায়, স্থানীয় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল হোসাইন। বাড়ির অদুরে পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি খোয়া বোঝাই ছিল।

চাটমোহর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান,  দুর্ঘটনার পর চালক-হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে  


মন্তব্য
জেলার খবর