কমেছে সূচক ও লেনদেন

২২ মার্চ ২০২১

সিংহভাগ শেয়ারের দরপতনে রোববার (২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হয়েছে সুচকের।আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৬৮ কোটি ৩৮ লাখ ৬৬ হাজার টাকা।শেয়ার লেনদেন হয় ৩৪৮টি কোম্পানির।

এই কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩১টির,কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৭৮টির। লেনদেন হয় ৬১৫ কোটি ৯৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৬৮৪ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকা।রোববার  ১৫ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ২৭৩টি শেয়ার এক লাখ ৩৬ হাজার ৫১৬ বার হাতবদল হয়। শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে লেনদেনে।

প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ দশমিক ৯১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৪৯ দশমিক ৭৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সূচক ২১ দশমিক ১৯ পয়েন্ট কমে এক হাজার ২২৬ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে। ডিএস৩০ সূচক ৩৯ দশমিক ৩১ পয়েন্ট কমে দুই হাজার ৩৪ দশমিক ৫৭ পয়েন্টে স্থির হয়। 

বাজার মূলধন সাত হাজার ৪৯৬ কোটি ৯১ লাখ ৩২ হাজার টাকা কমে দাঁড়ায় চার লাখ ৬৪ হাজার ৬০০ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড। ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 

এমকে


মন্তব্য
জেলার খবর