পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দুইটি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করায় বুধবার(২০ মার্চ) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড়ের সহকারি কমিশনার আব্দুল-আল-মামুন কাওসার শেখ এ আদেশ দেন।
ইটভাটা দুটি হলো- মেসার্স বি বি ব্রিকস ও মেসার্স পিডিপি ব্রিকস। ভাটা দুটির প্রতিটির মালিককে ৫০ হাজার করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় ভাটা দুটিতে অভিযান চালায় পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল-আল-মামুন কাওসার শেখ।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. ইউসুফ আলী। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যারা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে