গেল ফেব্রুয়ারি মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত এবং ১ হাজার ৩১ জন আহত হয়েছেন। মোট নিহতের মধ্যে ৩৭.৮৩ শতাংশ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। এ সময় ৫০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭৩টি মোটরসাইকেল দুর্ঘটনা।
বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে তথ্য সংগ্রহ করে এ কথা বলছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির হিসাবে, এ মাসে রেলপথে ৩৮টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬৪ জন আহত এবং নৌ-পথে ৫ দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২০ মার্চ) সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। সমিতি বলছে, ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, ১১৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৫ জন নিহত ও ৩১৭ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, ২১টি সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে