২৯ দিনে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৪

গেল ফেব্রুয়ারি মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত এবং ১ হাজার ৩১ জন আহত হয়েছেন। মোট নিহতের মধ্যে ৩৭.৮৩ শতাংশ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। এ সময় ৫০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭৩টি মোটরসাইকেল দুর্ঘটনা।

বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে তথ্য সংগ্রহ করে এ কথা বলছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির হিসাবে, এ মাসে রেলপথে ৩৮টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ৬৪ জন আহত এবং নৌ-পথে দুর্ঘটনায় জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। সমিতি বলছে, ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা  ঘটেছে ঢাকা বিভাগে, ১১৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৫ জন নিহত ৩১৭ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা  ঘটেছে সিলেট বিভাগে, ২১টি সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত ৫০ জন আহত হয়েছেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য