খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২৬ ভাগ মানুষ: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৪

সরকারি হিসাবে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের প্রায় ২৬ ভাগ মানুষ। খাদ্যদ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তাদের। এক থেকে দেড় কোটি পরিবার মোকাবিলা করছে এমন বাস্তবতা।

বুধবার (২০ মার্চ) ঢাকার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়।

অর্থনীতিতে নোবলজয়ী অমর্ত্য সেনের উদ্ধৃতি দিয়ে জিএম কাদের আরও বলেন, পণ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় ক্রয় ক্ষমতার অভাবে।

জিএম কাদের বলেন, দেশে আংশিকভাবে দুর্ভিক্ষ চলছে। প্রায় চার কোটি মানুষ ধার করে খাদ্য কিনছে। যারা ধার পরিশোধ করতে পারে, তাদেরই মানুষ ধার দেয়।

হতদরিদ্ররা কারো কাছে ধার পায় না উল্লেখ করে জিএম কাদের প্রশ্ন রাখেন, তারা কী খেয়ে তিনবেলা খেতে পাচ্ছে?

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর