জুলাই-ফেব্রুয়ারি, চলতি অর্থবছরের এ ৮ মাসে ধীরগতিতে বাস্তবায়ন হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। মোট বরাদ্দের অর্ধেকের বেশি টাকা এখনো অব্যবহৃত রয়েছে। এ পর্যন্ত ৩১ দশমিক ১৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এডিপি বাস্তবায়নে সব থেকে পিছিয়ে আছে নৌ পরিবহন মন্ত্রণালয়, মাত্র ১৩ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে এ মন্ত্রণালয়। পরিসংখ্যান বলছে চলতি বছরের এডিবি বাস্তবায়নের হার গত ৫ বছরের একই সময়ের মধ্যে সব থেকে কম।
এডিবি বাস্তবায়ন সংক্রান্ত তথ্য বুধবার (২০ মার্চ) প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
প্রাপ্ত তথ্যমতে, চলতি অর্থবছরে মূল প্রকল্প এক হাজার ৩৪০টি, উপ প্রকল্প ৪৩টি এবং উন্নয়ন সহায়তা ৯টি। এডিপিতে মোট বরাদ্দ ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। গেল ৮ মাসে খরচ হয়েছে ৮৫ হাজার ৬০২ কোটি ৫৯ লাখ টাকা। বাকি এক লাখ ৮৯ হাজার ৭২ কোটি টাকা আগামী ৪ মাসে খরচ করতে হবে।
এডিপি বাস্তবায়নে ৫৮টি মন্ত্রণালয়-বিভাগের মধ্যে এগিয়ে আছে আইএমইডি। ৯৪ দশমিক ৪৫ শতাংশ বাস্তবায়ন করেছে তারা। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ৭১ শতাংশ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৭৭ দশমিক ৪৭ শতাংশ বাস্তবায়ন করেছে।
ওদিকে নৌ পরিবহন মন্ত্রণালয় ছাড়াও এডিপি বাস্তবায়নে পিছিয়ে আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। ২০ শতাংশ এডিপি বাস্তবায়ন করতে পারেনি তারা।
পরিসংখ্যান বলছে, গত অর্থবছরের এ ৮ মাসে ৩২ দশমিক ১০ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়। তার আগের অর্থবছরে এ হার ছিল ৩৫ দশমিক ৮০। ২০২০-২১ অর্থবছরে ৩৩ দশমিক ৮৩, ২০১৯-২০ অর্থবছরে ৩৭ দশমিক ২৬ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।
বিডি২৪অনলাইন/এন/এমকে