এডিপি বাস্তবায়নে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৪

জুলাই-ফেব্রুয়ারি, চলতি অর্থবছরের এ ৮ মাসে ধীরগতিতে বাস্তবায়ন হয়েছে  বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। মোট বরাদ্দের অর্ধেকের বেশি টাকা এখনো অব্যবহৃত রয়েছে। এ পর্যন্ত ৩১ দশমিক ১৭  শতাংশ বাস্তবায়ন হয়েছে। এডিপি বাস্তবায়নে সব থেকে পিছিয়ে আছে নৌ পরিবহন মন্ত্রণালয়, মাত্র ১৩ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে এ মন্ত্রণালয়। পরিসংখ্যান বলছে চলতি বছরের এডিবি বাস্তবায়নের হার গত বছরের একই সময়ের মধ্যে সব থেকে কম।

এডিবি বাস্তবায়ন সংক্রান্ত তথ্য বুধবার (২০ মার্চ) প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগ (আইএমইডি)

প্রাপ্ত তথ্যমতে, চলতি অর্থবছরে মূল প্রকল্প এক হাজার ৩৪০টি, উপ প্রকল্প ৪৩টি এবং উন্নয়ন সহায়তা ৯টি। এডিপিতে মোট বরাদ্দ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। গেল ৮ মাসে খরচ হয়েছে ৮৫ হাজার ৬০২ কোটি ৫৯ লাখ টাকা। বাকি এক লাখ ৮৯ হাজার ৭২ কোটি টাকা আগামী মাসে খরচ করতে হবে।

এডিপি বাস্তবায়নে ৫৮টি মন্ত্রণালয়-বিভাগের মধ্যে এগিয়ে আছে আইএমইডি।  ৯৪ দশমিক ৪৫ শতাংশ বাস্তবায়ন করেছে তারা। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ৭১ শতাংশ, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ৭৭ দশমিক ৪৭ শতাংশ বাস্তবায়ন করেছে।  

ওদিকে নৌ পরিবহন মন্ত্রণালয় ছাড়াও এডিপি বাস্তবায়নে পিছিয়ে আছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, ডাক টেলিযোগাযোগ বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। ২০ শতাংশ এডিপি বাস্তবায়ন করতে পারেনি তারা।

পরিসংখ্যান বলছে, গত অর্থবছরের এ ৮ মাসে ৩২ দশমিক ১০ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়। তার আগের অর্থবছরে হার ছিল ৩৫ দশমিক ৮০। ২০২০-২১ অর্থবছরে ৩৩ দশমিক ৮৩, ২০১৯-২০ অর্থবছরে ৩৭ দশমিক ২৬ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য