নওগাঁয় অপহরণের তিনদিন পর ৯ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে নাহিদ শিকারী (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫ জয়পুরহাট।
র্যাব বলছে, নাহিদ শিকারী নওগাঁ জেলার মান্দা উপজেলার ছুটিপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। বুধবার বিকালে মান্দা উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ভিকটিমকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ওই ছাত্রী সান্তাহার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করে। গত ১৭ মার্চ সকালে নিজেদের বাসা থেকে নানীর বাড়ি যাওয়ার পথে বটতলি মোড় বাইপাস রোড থেকে তাকে অপহরণ করা হয়।
এদিকে ভিকটিমের পরিবার অনেক খোঁজাখুঁজির করেও কোথাও না পেয়ে এক পর্যায়ে নাহিদকে অভিযুক্ত করে জয়পুরহাট র্যাব ক্যাম্পে একটি অভিযোগ দেয়। এরপর র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ভুক্তভোগীকে উদ্ধারে ও অভিযুক্তকে গ্রেফতার বিভিন্ন জায়গায় অভিযান চালায়। একপর্যায়ে তারা সফল হয়।
নাহিদকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে