ডোমারে সমবায়ীদের নিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

নীলফামারী প্রতিনিধি
২১ মার্চ ২০২৪

নীলফামারীর ডোমারে ২১টি সমবায় সমিতির ৪০জন সদস্য নিয়ে একদিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমবায় অধিদফতর।

প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, নীলফামারী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জ্যোতি কৃষ্ণায়ন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান, উপজেলা মৎস কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা, কোর্স সহকারি দেওয়ান শাহ মো. আরিফ, মো. মজিবুল ইসলাম।

সমবায়ীদের মাঝে আইন-শৃঙ্খলা, ভোক্তা অধিকার আইন, সর্বজনীন পেনশন স্কিম, মৎস চাষাবাদ এবং কৃষি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

 

বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর