চাটমোহরে দুই দোকানে ২০ হাজার টাকা জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২১ মার্চ ২০২৪

পাবনার চাটমোহর শহরের পুরাতন বাজারে ২ দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক দোকানে নিম্নমানের খেজুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় এবং অপর দোকানে মূল্য তালিকা না টাঙানোয় এ জরিমানা করা হয়।

দোকান দুটি হলো- দাস এন্ড সন্স (১৫ হাজার টাকা) ও  দত্ত স্টোর ( হাজার টাকা)। বৃহস্পতিবার(২১ মার্চ) দুপুরে পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি অভিযান পরিচালনা করেন।

পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি সাংবাদিকদের জানান,  জনস্বার্থে তাদের এ অভিযান অব্যহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর