মন্তব্য
সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ১০০টি মোবাইল উদ্ধার করে মোবাইগুলোর মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ৩ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করে টাকার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে টাকা ও এসব মোবাইল মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও আমিনুর রহমান ছিলেন।
পুলিশ সুপার বলেন, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এসব মোবাইল হারিয়ে গিয়েছিল। সবগুলো মোবাইলের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে