সাতক্ষীরায় ভ্রাম্যমাণ খোয়া ভাঙানো মেশিনে গাড়ি উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৪

 

সাতক্ষীরার  কলারোয়ায় ভ্রাম্যমাণ খোয়া ভাঙানো মেশিনের গাড়ি উল্টে আবুল হাসান (৩৫) নামে এর চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে মুরারীকাটি এলাকায় দুর্ঘটনা ঘটে।

আবুল হাসান সাতক্ষীরা জেলার সদর উপজেলার বল্লী ইউনিয়নের আখড়াখোলার মোচড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানায়, বেলা ১টার দিকে  আবুল হাসানসহ তার সহকারি খোয়া ভাঙানো মেশিন নিয়ে কলারোয়ার মুরারীকাটি মসজিদের পাশে খোয়া ভাঙতে যাচ্ছিলেন। পথে এর গাড়ি উল্টে গেলে তার নিচে চাপা পড়েন আবুল হাসান। এতে ঘটনাস্থলেই  মৃত্যু হয় তার

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

বিডি২৪অনলাইন/ কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর