আইপিএলে নেতৃত্ব ছাড়লেন ধোনি

নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৪

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। তার পরিবর্তে চেন্নাই সুপার কিংসে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ঋতুরাজ গায়কওয়াদকে।

সামাজিক মাধ্যম এক্স-  দেওয়া এক বার্তায় তথ্য নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবারের আসরে এ দলে খেলছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।

২০১৯ সাল থেকে ঋতুরাজ চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৫২ ম্যাচ খেলেছেন এ ক্রিকেটার।  

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকে চেন্নাইয়ের নেতৃত্ব দিয়েছেন ধোনি। মাঝে ২০২২ আসরে এ টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজিটির অনুরোধে ফের নেতৃত্বের দায়িত্ব ঘাড়ে নেন ধোনি।

শুক্রবার (২২ মার্চ) শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালুরুর বিপক্ষে খেলবে চেন্নাই সুপার কিংস।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর