নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত আইন প্রণয়নের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে চিরাচরিত অপপ্রচার ও মিথ্যাচারের অপরাজনীতিতে লিপ্ত হয়েছে বিএনপি। করছে বিভ্রান্তিকর মন্তব্য, আইনটি নিয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় ঢিল ছুড়ছে অন্ধকারে। বুধবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, নিবন্ধিত রাজনৈতিক দল, সমাজের বিশিষ্টজন ও সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতেই এ আইন প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। ইতোমধ্যে আইনটির খসড়ায় চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইনটি সংসদে উত্থাপন হবে, সেখান থেকে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে যাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য। কমিটি থেকে সুপারিশ আকারে ফের সংসদে উঠবে এবং সংসদীয় বিধান অনুযায়ী আলোচনার মধ্য দিয়ে সংসদে আইনটি পাশ হবে। এ আলোচনায় বিরোধী দল এবং বিএনপি দলীয় সংসদ সদস্যরা তাদের মতামত ও প্রস্তাব উপস্থাপনের সুযোগ পাবেন। এ আইন প্রণয়ন নিয়ে কোনও লুকোচুরি হয়নি। কিন্তু গণতান্ত্রিক শিষ্টাচার না মেনে এ আইন নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য শুরু করেছেন বিএনপি নেতারা।
এমকে