বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনীর কর্মচারীদের মানববন্ধন

২২ মার্চ ২০২১

গাইবান্ধা সংবাদদাতা

বেতন গ্রেড পরিবর্তন ও পদের নাম পরিবর্তনসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে  বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেনির কর্মচারী পরিষদের স্থানীয় নেতারা । মানববন্ধন শেষে জেলা প্রসাশকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপিও দিয়েছে তারা।
 

সোমবার( ২২ মার্চ) সকাল ১১ টার দিকে পৌর শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়।এই সময় বক্তব্য দেন- সংগঠনটির জেলার সভাপতি মোহাম্মদ সুলভ মিয়া খাজা, সাধারণ সম্পাদক মো.জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক পলাশ মিয়া, সহসভাপতি গোলাম রব্বানী, সুমন কুমারসহ অন্যরা।
 

৫ দফা দাবির মধ্যে রয়েছে- বেতন গ্রেড ১১তম এবং শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেনির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, বর্তমান পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার/হিসাবরক্ষক পদ সৃষ্টিসহ পেশাগত উন্নয়নে বিভিন্ন বিষয়ে উচ্চতর ট্রেনিং করার ব্যবস্থা করা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতিসহ সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা।

আর/এমকে
 

 

 


মন্তব্য
জেলার খবর