ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশে বাজার ব্যবস্থা অস্থিতিশীলের গভীর ষড়যন্ত্র করছে। এ মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ ভারত থেকে আসে আসে। বিএনপির নেতার শাল ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কট করার ঘটনা পাগলামি।
শুক্রবার (২২ মার্চ) ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন- কতটা দেউলিয়া, উগ্র মানসিকতা, রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের কথা বলতে পারে একটা দল। তাদের এক নেতা গণতন্ত্র উদ্ধারের জন্য ভারতের সহযোগিতা চায়। আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেয়। আসলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি দিশেহারা হয়ে গেছে।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে