গিয়াস-লিটন-আফরোজা চসিকের প্যানেল মেয়র

২২ মার্চ ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর গিয়াস উদ্দিন,  আবদুস সবুর লিটন ও আফরোজা জহুর। সোমবার (২২ মার্চ) আন্দরকিল্লায় চসিকের আবদুস ছাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত প্যানেল মেয়র নির্বাচনে বিজয়ী  হয়েছেন তারা। চকিস মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।  

চসিকের বর্তমান পর্ষদের দ্বিতীয় সাধারণ সভার আগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন কাউন্সিলররা। প্রত্যেকে ২ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও একজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরকে ভোট দেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) প্যানেল মেয়র নির্বাচন হওয়ার কথা থাকলেও চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে তা স্থগিত করা হয়েছিল।

 

ডিকেটি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর