রাজশাহীতে শাহ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের ৪২ শিক্ষার্থীর শিক্ষাজীবন চরম অনিশ্চিত হয়ে পড়েছে। কলেজটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাদের সঙ্গে প্রতারণা করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তদের শাস্তি দাবির পাশাপাশি দ্রুত অন্য মেডিকেল কলেজ হাসপাতালে মাইগ্রেশনের দাবি জানিয়েছন।
শনিবার ( ২৩ মার্চ) রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। সেখানে তাদের কাছে থেকে এ তথ্য পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ সেশন এবং ২১-২২ সেশনে এ মেডিকেল কলেজে ভর্তির বিজ্ঞাপন পত্রিকায় দেওয়া হয়। বিজ্ঞাপন দেখে তারা এ কলেজে ভর্তি হন। পরবর্তীতে তারা জানতে পারেন, কলেজটির বিএমডিসির অনুমোদন নেই। তাছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে পারেনি এখনও।
শিক্ষার্থীরা আরো বলেন, এ বিষয়ে শাহ মখদুম মেডিকেল কলেজের চেয়ারম্যান মো. জিল্লার রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাধীনের শরণাপন্ন হন তারা। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাদের জানান, এ কলেজের অধিভুক্তি ও অনুমোদন রয়েছে। এরপর তারা একের পর এক মিথ্যা আশ্বাস দিয়ে কয়েক ধাপে উন্নয়ন ফি’র নামে শিক্ষার্থীদের কাছে থেকে জনপ্রতি ১২ থেকে ১৮ লাখ টাকা আদায় করেন।
এদিকে এ ঘটনায় শিক্ষার্থীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ২১টি মামলা করেছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
বিডি২৪অনলাইন/মানিক হোসেন/সি/এমকে