গুরুদাসপুরে ৯ এক্সেভেটরের ১৩ ব্যাটারি জব্দ, লাখ টাকা জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২৩ মার্চ ২০২৪

নাটোরের গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খননের সময় ৯টি এক্সেভেটরের (খননযন্ত্র) ১৩টি ব্যাটারি জব্দ করা হয়েছে।  এ সময় এক্সেভেটরের দুই মালিককে  লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ)  ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সালমা আক্তার।

জরিমানা করা খননযন্ত্রের দুই মালিক হচ্ছে- ওই এলাকার জোবায়ের হোসেন রাসেল হোসেন।

গুরুদাসপুর উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগর জ্ঞানদানগর হাড়িভাঙ্গা বিলে ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছিল। অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সালমা আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার বলেন, ফসলি জমিতে কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। পুকুর খননকারীদের বিরুদ্ধের প্রশাসনের অভিযান অব্যাহত আছে।

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর