পাবনার আটঘরিয়া উপজেলার মিয়াপাড়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে এক মহিলা গুরুত্বর আহত হয়েছেন। তাকে পাবনা অর্থোপেডিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভু্ক্তভোগীর স্বামী আটঘরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী হলেন মিয়াপাড়া গ্রামের বাসিন্দা আলীমুদ্দিনের স্ত্রী আহত ফরিদা খাতুন। থানায় দেওয়া অভিযোগে জানা গেছে, গত ২১ মার্চ দুপুরে আলীমুদ্দিন তার নিজের জমিতে বরই ও মেহগনি গাছের চারা রোপন করে। এ সময় প্রতিবেশি মুর্শিদা, নুর জাহান, তাজউদ্দীন, শিহাব গং সেই জমি নিজেদের দাবি করে সেই চারা কাটতে থাকেন। এ সময় ফরিদা খাতুন তাদেরকে বাঁধা দিলে অভিযুক্তরা তাকে বেধরক মারপিট করেন।
এ বিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে