শাল্লার ঘটনার বিচার চাইলেন ঠাকুরগাঁওয়ের নানা পেশার মানুষ

২২ মার্চ ২০২১

ঠাকুরগাঁও সংবাদদাতা                 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন ঠাকরগাঁওয়ের নানা পেশার মানুষ। সোমবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে এই দাবি জানায়।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে সংগঠনটির জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আবু জাফর সামসুদ্দিন, জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, জেলা উদীচীর সহসভাপতি এম এস আহমেদ রাজু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী  প্রমুখ।

 

এমএইচ/এমকে


মন্তব্য
জেলার খবর