প্রতি জেলায় হবে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৪

দেশের প্রতি জেলায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন হবে। সাইবার পেট্রোলিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সেল গঠনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৪ মার্চ) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নির্দেশনা দেওয়া হয়। সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্ব করেন।

অনলাইন প্লাটফর্মে হওয়া এ সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি জেলার পুলিশ সুপারগণ অংশ নেন। সভায় মামলার সাজা পরোয়ানা নিষ্পত্তি, আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম ত্বরান্বিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া এলাকাভিত্তিক কিশোর অপরাধ রোধে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং এবং খাদ্য মজুত নিয়ন্ত্রণে সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য