ডোমারে তিন ক্লিনিককে জরিমানা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪

নীলফামারীর ডোমারে বেসরকারি তিন ক্লিনিক- সেবা হাসপাতাল, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টর্স ক্লিনিক এন্ড নার্সিং হোমকে জরিমানা করা হয়েছে। সেবার মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ, জনবল ঘাটতি যান্ত্রিক ত্রুটি থাকায় রোববার (২৪ মার্চ) দুপুরে জরিমানা করা হয়।

নীলফামারী সিভিল সার্জন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ অভিযানে এসব অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

নীলফামারী সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, সেবা হাসপাতালকে ৪০ হাজার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার এবং ডক্টর্স ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর