শ্যামনগরে ৮ গাছসহ গাঁজা চাষী আটক

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৪

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাঁজার ৮ গাছসহ আশিকুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) রাতে তাকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালি গ্রামীন ফিস পয়েন্ট পার্কের পাশে থেকে আটক করা হয়।

আশিকুর রহমান ছোট ভেটখালি গ্রামের আফসার আলী গাজীর ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে ছোট ভেটখালী এলাকার গ্রামীন ফিস পার্কের কর্মচারী হিসেবে কাজ করছেন আশিকুর।

সেখানে ক্ষেতে সবজির আড়ালে গাঁজা চাষ করছিলেন তিনি। গোপন সংবাদ পেয়ে সবজি ক্ষেতের মধ্যে চাষকৃত গাঁজার ৮ গাছসহ তাকে আটক করা হয়। চারা গাজা গাছের ওজন দুই কেজি নয়শ’ গ্রাম। এর বাজার মূল্য লাখ ১৬ হাজার টাকা।

ওসি আরো  বলেন, ঘটনায় আশিকুরের নামে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর