গুরুদাসপুরে পুকুর খনন করতে দেওয়া হবে না: এমপি পাটোয়ারী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৪

ফসলি জমি রক্ষায় নাটোরের গুরুদাসপুরে কোন পুকুর খনন করতে দেওয়া হবে না। কৃষি জমিতে পুকুর খনন রোধশীর্ষক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) সিদ্দিকুর রহমান পাটোয়ারী। একই সঙ্গে পুকুর খননের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

রোববার (২৫ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভায় ইউএনও সালমা আক্তার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য।

এমপি সিদ্দিকুর রহমান বলেন, চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর এলাকা পলি মিশ্রিত উর্বর মাটি। মাটিতে ফলানো ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে উবৃত্ত থাকে। সেই মাটিতে পকুর খনন হলে কিছু লোক উপকৃত হলেও লাখ লাখ কৃষক ক্ষতিগ্রস্থ হবে।   বৃহত্তর জনস্বার্থে পুকুর খনন বন্ধ হলে ধ্বংসের হাত থেকে চলনবিল রক্ষা পাবে বলেও তার বক্তব্যে উল্লেখ করেন পাটোয়ারী।

আলোচনা সভায় আর বক্তব্য দেন- অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী,আব্দুল বারী মিজানুর রহমান সুজা,সাংবাদিক আলী আক্কাছ,সাজেদুর রহমান,মাজেম আলী,মিজানুর রহমান প্রমুখ।

ইউএনও সালমা আক্তার পুকুর খনন রোধ সংক্রান্ত আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে বলেন,পুকুর খনন বন্ধে অভিযান চলমান থাকবে।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

০১৭১৯-৭৯৩০০৩

গুরুদাসপুর-নাটোর।

 


মন্তব্য
জেলার খবর