লালমনিরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
২৬ মার্চ ২০২৪

লালমনিরহাটে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।। একই সঙ্গে হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এটা অনাদায়ে আরো মাস জেল খাটতে হবে তাকে। সোমবার (২৫ মার্চ) লালমনিরহাটের জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত যুবকের নাম মো. রাসেল মিয়া(২৪) সে জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী (হাজীগঞ্জ) এলাকার মো. নুর হক ওরফে নুরুল হকের পুত্র। রায় ঘোষণার সময় সে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। পরে আদালতের আদেশে তাকে লালমনিরহাট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৭ জুলাই আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী উত্তরপাড়া তিনমাথা এলাকা থেকে ৪০ বোতলফেনসিডিলসহ রাসেল মিয়াকে আটক করে পুলিশ। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি হয়।

লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বিডি২৪অনলাইন/লাজু মিয়া/সি/এমকে


মন্তব্য
জেলার খবর