নারীর সঙ্গে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল!

Super Admin
২৬ মার্চ ২০২৪

সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  সাধারণ সদস্য সরোয়ার হোসেনের মাদক সেবন সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে সমালোচনার ঝড় বইছে।

৫৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে- কয়েকজন যুবকসহ দুই নারীকে নিয়ে  পাশাপাশি বসে ইয়াবা সেবন করছেন ইউপি সদস্য সরোয়ার।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্য সরোয়ার জানান, স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা ব্লাকমেইলের শিকার হয়েছেন তিনি।

নগরঘাটা ইউপি চেয়ারম্যান জানান, ভিডিওটি দেখা মাত্র তিনি ইউপি সদস্যের কাছে ঘটনাটি সম্পর্কে জানতে চান। ইউপি সদস্য তাকে জানান ভিডিওটি  এডিটিং’ করা। ঘটনা সত্য হলে তার বিচার দাবি করেন তিনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বর্তমানে ওই ইউপি সদস্য পুলিশের নজরদারিতে রয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন জানান, ঘটনাটি তদন্ত করে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর