নকলায় স্বাধীনতা দিবসে দেয়ালিকা প্রকাশ

নকলা (শেরপুর) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৪

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলায় বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে একটি দেওয়াল পত্রিকা প্রকাশ হয়েছে। “মহান স্বাধীনতা দিবসে আমাদের মাদ্রাসা শিরোনামে দেয়ালিকাটি শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্যবহুল বিভিন্ন লেখা, ছবি দিয়ে সাজনো হয়েছে।

দেওয়ালিকাটি সম্পাদনা করেছেন নকলা উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন। প্রকাশনায় ছিলেন মাদ্রাসার সহকারি সুপার মাওলানা মো. ফজলুল করিম।

মঙ্গলবার (২৬ মার্চ) বানেশ্বরদী ইসলামিয়া মাদ্রাসা মাঠে পত্রিকাটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এ সময় সহকারি শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন ও হযরত আলী, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, মোস্তাফিজুর রহমান খান, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর