ভারতীয় পণ্য বর্জন ইস্যূতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- ভারতীয় পণ্য বর্জন করার কথা যে নেতারা বলছেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে?
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় এ প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। বুধবার (২৭মার্চ) ঢাকার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।
সম্প্রতি বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়। এরপর থেকেই রাজনীতিতে টক অব দ্য ইস্যুতে পরিণত হয়েছে এটা। প্রধানমন্ত্রীর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ ইস্যূতে কথা বলেছেন।
বুধবারের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা যদি বাসায় গিয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ায়, তাহলে বিশ্বাস করব তারা সত্যি ভারতীয় পণ্য বর্জন করলেন। ভারতীয় মসলা তারা খেতে পারবে কি না, এ উত্তরও তাদের দিতে হবে। আপনারা এ পণ্য সত্যি বর্জন করছেন কি না, এটাই আমরা জানতে চাই।
নাম না ধরে কিছু বুদ্ধিজীবীর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দেশে কিছু আঁতেল আছে- বুদ্ধিজীবী, বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করেন। দেশে একটা কাণ্ড দেখি, অতি বাম, অতি ডান। স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ধারাটা তারা পছন্দ করেন না।
বিডি২৪অনলাইন/আর/এমকে