চুপিসারে বিয়ে সারলেন অদিতি-সিদ্ধার্থ!

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৪

দক্ষিণী সিনেমামহা সমুদ্রম-এর সেটে আলাপ হয় অদিতি রাও হায়দরি সিদ্ধার্থের। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। এখন শোনা যাচ্ছে, তেলেঙ্গনার রঙ্গনয়কস্বামী মন্দিরে সিদ্ধার্থের সঙ্গে সাত পাক ঘুরেছেন অদিতি।  

সোশ্যাল সাইটে ছবি ভিডিও পোস্ট করলেও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে দু’জনের একজনও সংবাদমাধ্যমে মুখ খোলেননি। যে পুরোহিত তাদের বিয়ে দিয়েছেন, তাকে নিয়ে আসা হয় তামিলনাড়ু থেকে।

সিদ্ধার্থ অদিতি, দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। বাল্য বান্ধবী মেঘনাকে ২০০৩ সালে বিয়ে করলেও দীর্ঘস্থায়ী হয়নি সিদ্ধার্থের সে সংসার। চার বছরের মাথায় আইনত বিয়ে বিচ্ছেদ হয় তাদের। ওদিকে অদিতির বয়স  যখন ২১, সে সময় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু সেই সংসার ভেঙে যায় বিয়ের চার বছর পর, ২০১৩ সালে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর