পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বৃহষ্পতিবার (২৮ মার্চ) দুপুরের দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শহরের মুক্তির মোড়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- সিফাত হোসেন, আরমান মন্ডল, বরকত মোল্লা, শাকিল, আরিফ, রিয়া, তামান্নাসহ অন্যান্যরা।

শিক্ষার্থীরা বলেন-  ১৯ মে থেকে শুরু হবে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। এ রুটিনে প্রতিটি পরীক্ষায় একদিন করে বিরতি রাখা হয়েছে। এতে পরীক্ষার চুড়ান্ত প্রস্তুটি কষ্টসাধ্য হয়ে পড়বে। যার প্রভাব পড়বে ফলাফলে। অথচ যে কোনো পরীক্ষা গ্রহণে দেড় থেকে দুই মাস সময় বরাদ্দ থাকে।

তারা জানান, সেশনজট কমানোর নামে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিতে চাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই দ্রুত  এ রুটিন পেছানোসহ প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে থেকে দিন বিরতি রাখার দাবি জানান তারা।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর