পাবনার ভাঙ্গুড়ায় নিজের বাড়িতে নলকূপ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে হৃদয় বর্মন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে দিলপাশার ঘোষপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হৃদয় ওই গ্রামের মৃত নবদ্বীপ বর্মনের ছেলে। ওই গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অশোক কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করছেন।
স্থানীয়রা জানায়, হৃদয়ের বাড়ির নলকূপে পানি ওঠছিল না। তাই নিজেই সেটা মেরামতের কাজ করছিলেন হৃদয় তিনি। নলকূপের ভেতরের বড় রড হাত দিয়ে টেনে তোলার সময় বাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের সঙ্গে সেটার স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে পড়েন হৃদয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।
বিডি২৪অনলাইন/মনিরুজ্জামান ফারুক/সি/এমকে
মো. মনিরুজ্জামান ফারুক