কিয়ারার নায়ক এবার রণভীর

২৩ মার্চ ২০২১

দীর্ঘ দিন থেকেই শঙ্করের সঙ্গে কথা হয়ে আসছিল রণভীরের। এবার নতুন সিনেমার সম্মতি মিলেছে। শিরোনাম ঠিক না হওয়া রোমান্স ঘরনার এই সিনেমায় বলিউডের জনপ্রিয় মুখ রণভীর সিংয়ের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আরেক জনপ্রিয় মুখ কিয়ারা আদভানি।

গড নেওয়াজের কবির সিংয়ের পর বলিউডে বেশ দারুণ অবস্থান করে নিয়েছেন কিয়ারা। বর্তমানে কিয়ারার হাতে বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজের কাজ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য শেরশাহ, যুগ যুগ জিও এবং ভুল ভুলাইয়া টু। এবার তিনি জুটি বাঁধতে চলেছেন রণভীর সিংয়ের সঙ্গে।

বলিউড হাঙ্গামা ও 


মন্তব্য
জেলার খবর